Skip to content

আয় ছুটে আয় – পবিত্র প্রসাদ গুহ

চাঁদের হাসির বাঁধন খুলে উথলে পড়ে আলো
ও সোহাগী দাও না আমায় মাখিয়ে তোমার ভালো
দখিন হাওয়ায় দোলে …..
বাঁশের ঝিরি ঝিরি …..
পুব আকাশে মাতলো রে আজ রবির কিরণ ঢালো।
গন্ধ বিলায় কুসুম ……..
রঙের মেলায় সাজি ……….
নীল গগনের ললাট আজি চর্চিত চন্দনে
আয় খুশিতে নাচবো মোরা ভোরের আলোয় আলোয়।
ক্লান্তি বিহীন হরষ ………
সখা তোমার নরম পরশ …….
যুগল প্রেমের বরণ মালা গাঁথবো দুজনাতে।
পরাণ যাহা চাহে ……..
তোমার আমার মোহে ……..
নিখিল ভুবন অখিল স্বজন
তোমার বুকের মাঝে।
সৃষ্টি মনের মাঝে …………
তৃষ্ণা ঝনক বাজে ……….
আয় ছুটে আয় আমার কাছে
আলোকপ্রভার সাঁঝে।

মন্তব্য করুন