Skip to content

আয়রে নবীনের দল – রবীন্দ্রনাথ দাস।

ছুটে আয় আজ নবীনের দল
ঝেড়ে ফেল তোর মনের আগল,
বঞ্চনার এই দিনে,
দুর্নীতি রাজ সর্বত্র আজ
ভাঙরে এদের তান্ডব রাজ
নিজেদের সুখ বিনে।

বঞ্চনা আজ সর্বস্তরে
কেনো আছিস ঘরে পরে
কেনো আছিস ভয়ে,
ভবিষ্যৎ যে তোদের হাতে
মারছে ওরা পেটে ভাতে
কেনো থাকিস সয়ে।

পথে এসে কররে ভোরাই
রণ হুঙ্কার দে রে তোরাই
বজ্র মুষ্টি করে।
নাড়িয়ে দে তাদের ঘাটি
পুতেছে আজ যতো আঁঠি
সারা জীবন ধরে।

কাল সাপকে আর নাই রে বিশ্বাস
কাড়ছে এরাই সমাজের শ্বাস
ঘুঘুর বাসা বেঁধে,
ঘরের কোনে থাকিস না আর
নে রে তুলে সমাজের ভার
আয়রে পথে সেধে।

মন্তব্য করুন