Skip to content

আমি নুসরাত বলছি — রমেন মজুমদার

আমি নুসরাত বলছি
—– রমেন মজুমদার

(একজন অগ্নিদগ্ধ নারীর হাহাকার)
আমি তোমাদেরই একজন !
এই সমাজে আমারও বেঁচে থাকার অধিকার ছিল,কিন্তু বাঁচতেতো দিলে না——

আজ আমার মধ্যে নারীত্বের সুখ ,
সমাজ বৃদ্ধির ভাবনারা অঙ্কুরিত যৌবন বাসরে একটু একটু করে পাখা মেলতো—
তার পথরুদ্ধ করেও ক্ষান্ত হওনি ;
আমাকে করলে অগ্নিদগ্ধ !

আমার নারীত্বের মধ্যে মা-বোন-স্ত্রী হতাম
কারো না কারো !
সেই অধিকারটুকু নির্মমতায় হার মানালে —ওরে পাপিষ্ঠ !
তোর ঘরে আমার মতো কন্যাসন্তান যদি অন্যের দ্বারা যৌন নির্যাতন ভোগকরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারতো ?
তোর কি ভালো লাগতো ???

মৃত্যুর সাথে কঠিন লড়াই করে হেরে গেলাম
হায়রে সোনার মানুষ ?—-

একটু বেঁচে থাকার আর্তনাদ তোর কর্ণ মূলে পৌঁছলনা—
নরাধম !
পশুর মত আমাকে ভোগকরে পুড়িয়ে মারলি!!
এ জনমে তোর,চৌদ্দপুরুষ নরকে গিয়ে পুড়বে ।
এই আমার অভিশাপ !

তোর সন্তান বা স্ত্রী কিংবা যেই হোক
আমার মত সকল যন্ত্রণা পেয়ে মরতে হবে।

পাপিষ্ঠ !- নরাধান!!
ওরে পশু ! তোর ঘরেও যেন এমন ঘটনা ঘটে—
আমি নুসরাত বলছি—
অভিশাপের আগুন তোর ঘর চিরদিন জ্বলবে ।
**** **** ****

মন্তব্য করুন