Skip to content

আমি তোমার হতে চাই – ইন্দ্র চন্দ্র নীল

আমি তোমার হতে চাই।।
আচ্ছা!!
আছে নাকি!
ভালোবাসায় কোন বিরাম!
আমার তো মনে হয়,,,
ভালোবাসায় কোনো বিরামচিহ্ন নেই।
নেই,,কোন থেমে যাওয়া,,, নেই কোন স্তব্ধতার অবকাশ , থাকতে নেই দ্বিধা।
থাকলে মন ছোট হয়ে আসবে।
তখন কেউ আর প্রেমিক বলবে না।

তার কোলে একটু মাথা রাখার ঠাঁই হবে ?
এমন প্রশ্নে সংকোচন চাইবে না কোন পুরুষ ।

হুটহাট তোমার হাত ধরার অধিকার আমার আছে,
এক কাপ চায়ে তুমিই আধটা খেয়ে ফেলে দিও না,
আমিও যে তার অংশীদার।

তোমার ভেজা চোখে যদি আমার চোখ না যায়,
তবে তোমার প্রেমিক আমি না।

তোমার অস্থিরতা, চোখের চিন্তা, আমি সবকিছুই দেখি,,,

আমি তোমার বসন্ত হতে চাই,
নিজেকে আবীরের মতো ছড়িয়ে ছিটিয়ে উবিয়ে দিতেই।
আমি তোমার শরৎতের বিকেল হতে চাই,
কাক ভেজা বর্ষার সন্ধ্যা হতে চাই। এই যে একটু সময় দিয়েই শুধু বলো বাড়ি যাবো,,বাড়ি যাবো,,আমি চাই তোমার বাড়ি ফেরার তাড়া থাকবে না, একদিন।

আমি ইমশোন চাই না,আমি বাস্তবতা চাই।

তোমার ভেজা চোখ দেখতে চাই, আর সেই চোখ নিজের হাতে মুছিয়ে দিয়ে বুকে টেনে বলতে চাই এই পাগলী কাঁদবি না।
তুমি আড়াল করে কেনো কাঁদবে,?
আমি তোমার আকাশ হতে চাই।
এই বিরামচিহ্ন শহরে,আমি কখনো থমকে যেতে চাই না, কোনো প্রশ্ন চাই না প্রিয়।
আমি চাই তোমার বিশ্বস্ত ভালোবাসা,,
আমার হৃদয়ে রাখা আছে তোমার সম্মান,, এই তুমিই আমার অহংকার।
আমি তাই নিয়েই
আমি তোমার হতে চাই।

মন্তব্য করুন