Skip to content

আমি খাবো–(মাহ্ফুজ নবীন)

আমি খেতে চাই; খেতে দাও
আমাকে খাদ‍্য দাও

আমি খাবো
আমি খাবো
আমি স্বাধীন মানচিত্রের সিমানাটা খাবো
আমি ব‍্যাংকের লকারের অলস টাকাগুলো খাবো
আমি দূর্নীতিবাজদের একটাকে ঘাড় মটকে খাবো
আমি আমলাদের বাড়ি-গাড়ি, লুটপাটে চেটেপুটে খাবো

আমি খাবো
আমি খাবো
আমি অলি- গলি, পথ- ঘাট, সাগর- নদী খাবো
আমি আকাশ- বাতাস, গ্রহ, তারা, নক্ষত্র খাবো
আমি জংলি জানোয়ার, হিংস্র বাঘ, সিংহ সব খবো
আমি সুনামী, ভুমিকম্প, আগ্নেয়গিরির ধ্বংস খাবো

আমি দস্যু ডাকাতের মতো ছিনিয়ে ছিনিয়ে খাবো
আমি খাবো বিবেকহীনদের জুলুম
খাবো প্রতিবাদহীন অন‍্যায়
আমি খাবো ক্ষুধায় দৈন‍্য কষ্টের পৃথিবী;
সব খাবো
সব চুরমার করে ইচ্ছে হলেই খাবো

আমি খেতে চাই; খেতে দাও
আমাকে খাদ‍্য দাও
দাও। বলছি দাও। আমাকে খেতে দাও
নয়তো আমায় স্বেচ্ছায় মৃত্যু দাও।

মন্তব্য করুন