Skip to content

আমি, ইজ্জত লুঠ হওয়া কিশোরী – শিপুল বাছাড়

আমি, ইজ্জত লুঠ হওয়া কিশোরী!
কি বলবো আমি, কি আছে অধিকার ?
ইজ্জত লুঠ হওয়া আগে কেউ ছিলো না,
পরে আছে মিডিয়া আর সরকার।

আমি কারো মুখ মনে করতে পারছি না
আতঙ্কে অন্ধকারে !
মিডিয়ার লোকজন মুখ দেখাচ্ছে,
দেখাচ্ছে যোনীর পর্দা ফেটেছে নির্বিকারে !

দালাল গুলো আসছে
নিরাপত্তার বেড়ি নিয়ে,
ন্যায় বিক্রির মহাজন আসছে কালো কোট পরে
সহজ আর জটিল পসরা সাজিয়ে ।

আমার রক্তে সস্তা গ্লুকোজ চড়িয়েছে ডাক্তার,
বৃদ্ধ বাবাকে পাঠিয়েছে রক্তের সন্ধানে,
যোনী ফাটা রক্ত! পারলে কোথাও বিক্রি করতো
নার্স আয়ার চোখ টেপা ভাষা, ফিসফাস কানে…

আমার মা এখন বোবা, ঘর থেকে বেরোতে ভয় পায়।

আমার বিরুদ্ধে ব্যভিচারের চার্জশিট তৈরি হয়,
মন্ত্রীর অভিযোগ – লভ অ্যাফেয়ার, নট রেপ!
নেতার পোলা জড়িত, মেপে বুঝে পদক্ষেপ
যেন গোদি না হারায়।

আমার চিতা জ্বললো বিনা পোস্টমর্টেমে,
আমার ধর্ষণ কেচ্ছা কাহিনী গেলো থেমে।
আমি ইজ্জত লুঠ হওয়া কিশোরী!
কি বলবো আমি, কি আছে অধিকার ?

সরকার মহানুভবতা দেখিয়েছে,
ধর্ষণের ক্ষতিপূরণ ধার্য্য করেছে ।
ইজ্জত লুঠ হওয়ার আগে কেউ ছিলো না,
পরে আছে সরকার;মা মেয়ে ভয় পেওনা ।

মেয়ে তুমি জন্ম নাও – ধর্ষিতা হওয়ার জন্য,
মা তুমি জন্ম দাও – মেয়ে ধর্ষণের টাকা নিতে।
মা তুমি চেয়ে দ্যাখ – তুমি তোমার মেয়েরা
অনেক দুর এগিয়ে……
মায়েরা, মেয়েরা চিন্তা করো না
ধর্ষণের পরে পাশে আছে – মিডিয়া, সমাজ, সরকার,…..

**************************
রচনাকাল:১৫/১২/২০২২ খ্রিষ্টাব্দ

মন্তব্য করুন