Skip to content

আমি অন্ধ-কবি -মোয়াজ্জেম বিন আউয়াল

আমি অন্ধ
চারিদিকে সব বন্ধ,
স্বার্থের জালে আটকে
হারিয়েছে বিবেকের ছন্দ।
ধরি মাছ না ছুই পানি
অন্তরালের সবই জানি,
নিজের জায়গায় অটুট হলে
বিচার আমি ঠিকই মানি।
নানান রকম দিচ্ছি দোহাই
কেমনে আমি মাথা নোহাই,
লাগামহীন কথার ছলে
নিরীহ কেছি কলে।
কেউবা আবার সাধুর বেশে
নিরীহদের আশেপাশে,
সবই হলো ছলাকলা
সাপের মাথায় মুক্তার মালা।
এত রকম গোলকধাঁধায়
দিশেহারা হয়ে সদা,
নিজেকে বোকা ভাবি
স্বার্থের রাজ্যে অন্ধ আমি।

মন্তব্য করুন