Skip to content

আমিই বাংলাদেশ

মাহ্ফুজ নবীন

আমি যদি মানুষ হই
তবে এই দেশটাও আমার
তোমার- আমার মিলে, দেশটা সবার

লিখে তো দেইনি আমি, আমার দেশের ভাগ
দেশেরই খাবে তুমি, দেখাও আমাকেই রাগ?

আমি ভৃত্য নই তোমার!
কেড়ে নেবো অধিকার
প্রয়োজনে তুমি ভাগো
লাঠি তুলবে না আর!

কত নির্লজ্জ হলে তুমি, ভুলে যেতে পারো!
চাকরিটা করো যাদের, তাদের গায়েই মারো!

আমারই পিতামহ যুদ্ধটা করেছে
স্বাধীনতা এনে দিয়ে
তোকে চাকরিটা দিয়েছে

রোজ, লাল- সবুজের পতাকায় করবি স‍্যালুট
আমিও তার ভাগি, দেই গনতন্ত্র রাষ্ট্রের ভোট

আমার অসম্মানে, যেদিন হারাবেই চাকরি
বুঝবে “আমিই বাংলাদেশ”; তুমি তার কর্মচারী।

মন্তব্য করুন