Skip to content

আমার শহর – ভাস্কর পাল

আমার শহর

আমার শহর বড্ডো শান্ত
কলরব যায় না শোনা,
আমার শহর সুস্থ সবল
বাতাসে মেশেনি ধোঁয়া।

আমার শহর শব্দহীন
মনুষ্যর কানে বধিরতা,
আমার শহর বড্ডো লাজুক
মুখে নেই কথ্য ভাষা।

আমার শহরেও সন্ধ্যে নামে
সূর্যি অস্ত গেলে-
চাঁদ ওঠেনা মোর শহরে
অমাবস্যায় থাকে ছেয়ে।

আমার শহরে আসা নিষেধ
নেই অক্সিজেনের হিসেব-
আমার শহর আমার কাছে
অমূল্য এক প্রদেশ।।

মন্তব্য করুন