Skip to content

আমার মগজ ইজারা দেয়া আছে এক কর্পোরেট কোম্পানিতে – সৈয়দ বৃন্ত

যে রাতে আমার অনুসূয়ার জন্য
কবিতা লেখবার কথা,
সেই রাত কাটে অফিসের এক্সেল শিটে-
আমার মগজ ইজারা দেয়া আছে এক কর্পোরেট কোম্পানিতে।

যে ভোরে আমার টেলিলেন্স নিয়ে জঙ্গলে বসে থাকবার সময়,
সূর্য ও পাখিদের ঘুম ভাঙা দেখবার সময়-
সেই সময়ে আমি বাসে ঝুলতে থাকি,
অপর্যাপ্ত ঘুমচোখে দেখি নষ্ট পৃথিবীর
জঘন্য জেগে ওঠা!

যে সন্ধ্যায় এনামুলের চায়ের দোকানে আমাকে ঘিরে থাকবার কথা ব্যাঞ্জো আর কাহনের সমন্বিত কথোপকথন-
সেই সন্ধ্যায় আমাকে ঘিরে ধরে সমগ্র দিনের শেষে
বিষাক্ত কর্পোরেট ক্লান্তি!

প্রতিদিন রাতে বিছানায় ফিরে
নিজের লাশটাকে নিজেই কবর দিই-
পরদিন ভোরে আবার তাকে খুঁড়ে বের করে নিয়ে ছুটে চলি- অপর্যাপ্ত ঘুমচোখে দেখি নষ্ট পৃথিবীর
ক্রমাগত জেগে ওঠা।

আমার মগজ ইজারা দেয়া আছে এক কর্পোরেট কোম্পানিতে।

মন্তব্য করুন