Skip to content

আমার নির্বাচনী ইশতেহার – মোহাম্মদ সিয়াম হোসেন

আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি আমলাতন্ত্র রুখে দেবো।
তখন কেউ আর ছুটবে না;
আমলা হওয়ার অসুস্থ প্রতিযোগিতায়।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি লাল ফিতার দৌরাত্ম্য
কেটে দেবো; কেউ ভুগবে না
ঘুষের তাড়নায়।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি নীরোগ রাজতত্ত্ব দেবো,
চেতনা ব্যবসা চূর্ণ হবে পাথর চাপায়।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি অহিংস রাজ দল দেবো,
ফুল গুলো বেঁচে যাবে,
মাখবে না সাদা শার্ট রক্তের কালিমায়।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি পেশার মর্যাদা দেবো,
শ্রমিকের হাতুড়িকে দেবো স্বর্ণের দাম।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি মুক্ত অক্সিজেন দেবো,
বৃক্ষ খুন হবে না, ঝড়বে না দালানের দুর্গন্ধের ঘাম।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি মৌলিক পাঁচ চাহিদা করে দেবো
বাতাসের মতো সহজলভ্য।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি শিক্ষাকে আত্মস্থ করাবো,
চাটুকারিতা মুছে গিয়ে গ্রন্থ গুলো হবে সভ্য।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি কংক্রিটের উন্নয়ন নয়,
স্বনির্ভরতা এনে দেবো হাতের মুঠোয় ।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি কথা দিলাম,
থাকতে হবে না প্রতিবেশীর ভিক্ষার খোটায়।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি বেকারের অভিশাপ নিজের করে;
লড়ব তার সাথে ক্ষুধার লড়াই।
আমাকে ভোট দিন;
ভোট দিলে আমি মানুষ বানাবো
মানবতা দিয়ে, শেখাবো মনুষ্যত্বের বড়াই।

মন্তব্য করুন