Skip to content

আমার তিন ছড়া – মল্লিকা রায়

1
“””””””””
বাঁচা আর মরা
মধ্যিখানে এঁকেবেঁকে থাকি
পরমান্ন বাটিটা ফাঁকি দেয় যদি
ওতেই স্বাদু মোহরটা
আজীবন কাড়াকাড়ি, দৈবেরও না
দানেরও না আমি ঐ চক্রাকার
ভান্ডের ফুলস্কেপ জুড়ে, ছড়িয়ে দিয়েছি
মোহ,ক্ষোভ,লোভ,রিপু,
জ্বালা,যন্ত্রণা,আরামের বিষময় কীট
একবার উগরোলে –

2
“”””””””

এলেনা যখন
ফুলে ফেঁপে ওঠে , আচ্ছন্ন কখনো
এসে দাঁড়িয়ে ঠায়, শিশু শিশ
ছানাপোনা ঘাস ,
এই বুঝি বপনের কাল্
মিলিয়েছে গোলাগুলি
কোন শব্দ নেই আর উদ্ভিন্ন নি:শ্বাস
লেন দেন্ শুরু, ভিড়ছে বন্দর
ছোট বড় যাত্রী সব
দারুচিনি ঘাস নুড়ি থেকে
পাঁজুরে প্রশ্বাস- নিশ্চল মাটি থেকে
মহলের ভিত্
গড়ে ওঠে কংক্রিট লেনদেন ফর্দ জুড়ে
কি প্রগাঢ় মাটিতে মানুষে
চৈত্র ঝড় , ঘূর্ণি প্রলয় শেষে
গোলাপ কুড়িটা প্রস্ফুটিত হলে
বিশটা আষাঢ় গেল
এখনও অজস্র মেঘ
অযথা লাঙল ফালে কড়াঘাত্
শ্লেষ লাগে মাটিও উন্মুখ বীজপত্র দাও
আমন্ত্রণী রাগ বাজে ধূলার উপর !

3
“”””””””

এখন উদ্ভ্রান্ত আমি , ঘরময় আঘ্রাণ
দেরাজে,দুয়ারে,যাপনে, বপনে – অকারণ সাজানো বাগানে
চেঁচিয়ে বলছ যেন, আগাছা দারুণ
ঘর্মাক্ত ক্লেদ মাথাভরা ধূলোর দাপট কোমড়ে জড়ানো
গামছায় দু’ দশক ছোপ
আছি আমি , নেই আমি
এইতো পেছনে জবা গাছে জুড়ে দিই বাঁশ
ভেবোনা সন্ত্রাস , এই বাঁশে
তাবৎ ক্ষমতা দেশে দশে ব্যাপক পরাক্রম
দশটা সিটির পর লক্ কোর, বাটি ভাতে
লাগে বেশ পরমান্ন সাজা
আমি তুমি, তুমি আমি
ম্যানহাটন যাবো , খুঁটে নেব তাবৎ রিপুতে
মুহূর্তের দুরবস্থাগুলো
নীল শাড়ি কমলা সাটিনে ফুল খোপা আকাশ সমান
বার্ষিকী নেকলেস পোরো টোকা দেব ঝুমকোয়
একরাশ ঐশ্বর্য ছড়াবে – টুং টাং গুনগুন্ আমি

মনে রাখবে তো, রাখবে তো মনে ——-

1 thought on “আমার তিন ছড়া – মল্লিকা রায়”

মন্তব্য করুন