Skip to content

আমার একটি মাত্র চাওয়া By আহনাফ রুদ্র নীল

আমার নোংরা হাত
তোমার ভাড়া করা কাধ
আমার অবেলার আবদার
তোমায় ছুয়ে দেবার অধিকার
আমার একটিমাত্র চাওয়া
তোমার দূরে সরে যাওয়া
আমার ময়লা পাঞ্জাবি
তোমার মগজ খাওয়ার দাবি
আমার মিথ্যে অজুহাত
আবার সেই কালো রাত
তোমায় ঠকানোর বাহানা
হোটেলের নষ্ট বিছানা
তোমার নিষ্পাপ চোখের জল
আমার হ্রদপিন্ড দখল
আমার একলা মধ্যরাত
তোমার ঘুমের ব্যাঘাত
তোমার মিথ্যে প্রতিশ্রুতি
আবার সম্পর্কের বিরতি
তোমার এক বুক ছলনা
আমার রক্তে ধূলিকনা
তোমার বৈশাখের ঝড়
আমার রৌদ্র প্রখর
তোমার অগণিত ফাল্গুন
আবার নতুন কারো খুন
আবার ৫ই নভেম্বর
তুমি হবে তারও পর
আমার একটি মাত্র চাওয়া
তোমায় আবার ফিরে পাওয়া
যেনো একটি মাত্র দিন
তুমি বিষন্নতায় মলিন
আমার একটি মাত্র স্বাদ
তোমার মৃত্যুর সংবাদ
[কবিতাঃ আমার একটি মাত্র চাওয়া]
[লিখাঃআহনাফ রুদ্র নীল]

মন্তব্য করুন