Skip to content

আমাদের গোদাগাড়ী – মোঃ ইব্রাহিম হোসেন

আমাদের গোদাগাড়ী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৪-২০২৪ ইং

আমাদের উপজেলা প্রিয় গোদাগাড়ী,
জনম নিয়েছি হেথা এখানেই বাড়ি।
নদী-নালা খাল-বিল গাছ-পালা সব,
পাখিদের কলতান সুমধুর রব।

পাশেই চলেছে বয়ে পদ্মা নদী ভাই,
পশ্চিম আকাশে দেখো সূর্য ডুবে যায়।
উত্তরে ফসল ভরা কত মাঠ-ঘাট!
দক্ষিণে নদীর পারে জন্মে ধান-পাট।

ভরা নদী বরষায় উথলায় জল,
জেলে ভাই ধরে মাছ বাঁধে সব দল।
সরুপথে হেঁটে যায় জনতা আবার,
পারাপার হয় নায়ে এপার ওপার।

নদীর পাশেই থানা গোদাগাড়ী নাম,
আকাশ নীলের নিচে প্রকৃতির ধাম।
পল্লির বুকেই যেন শহরের ছাপ,
আয়তনে খুব ছোট নয় তার মাপ।

আমাদের গোদাগাড়ী আমাদের প্রাণ,
সবুজে শ্যামলে ভরা প্রকৃতির দান।
পৃথিবীর যত সুখ হেথা খুঁজে পাই,
রূপে তার পরিপাটি তুলনা যে নাই।

মন্তব্য করুন