Skip to content

আমাকে ছুঁয়ে দ্যাখো

কলিংবেল বাজেনি
ঝন ঝন করে উঠলো,
থর থর করে কেঁপে উঠল আমার হৃদপিণ্ড।
আমি ছুটে আসছি,
বাস্তব, অবাস্তব সবকিছু ভুলে গেছি!
দ্যাখো,
আমাকে স্পর্শ করে দ্যাখো;
ঠোঁটে ঠোঁট রাখো।
একি,
তোমারও হৃদয় কাঁপছে?
আমার বুকে হাত দিয়ে দ্যাখো
যেন,
মর্মর করছে।
আমার চোখের দিকে তাকিয়ে দ্যাখো,
সব যেন অশান্ত।
ওটা শব্দ নয়,
ওটা হাহাকার!
তোমাকে না পাওয়ার হাহাকারে মর্মর করছে।
একটা দীর্ঘশ্বাস!
একটা দীর্ঘশ্বাসে তপ্ত মরুভূমিতে,
ঝড়ের বেগে অশ্রু বন্যা বয়েছিলো।
কিন্তু আমি?
কিন্তু আমি অপেক্ষা করে একটি শব্দই শুনতে চেয়েছি,
সেটি ভালোবাসি।
মাতাল চাওয়ায় দু চোখে জল গড়াবে
নীলের স্রোতে ইন্দ্রধনু জ্বলে উঠবে,
ঘর্মাক্ত আমি শত ব্যস্ত হয়ে!
তোমাকে জড়িয়ে,
আমার গরম শ্বাস তোমার শ্বাসে বইয়ে;
খুশিয়াল গলায় বলবো!
দ্যাখো,
আমাকে ছুঁয়ে দ্যাখো
আর আমাকে, শুধু আমাকেই ভালোবাসো।

মন্তব্য করুন