Skip to content

আমাকে কেউ বাসে না ভালো মোহাঃ আসাদুজ্জামান আসাদ

আমি বাগান থেকে ঝড়ে পরা একটি ফুল
যা দ্বারা গাঁথবে না মালা,সাজাবে না বাসর
হবে না আরাধনা কিংবা মধু মিলন।
আমি মরু সাহারার বুকে এক ফোটা বৃস্টি
যা দ্বারা হবে না নদী কিংবা সাগর-মহা সাগর সৃস্টি
মিটবে না মরু বুকে পিপাসিত পথিকের পিপাসা।
আমি এক জীবন্ত নদী
যে নদী হারায় স্রোতের গতি
জমা থাকে সব আবর্জন,বালুতে রোদের ঝিলিক
মরিচিকার মত শূধু করে চিক চিক।
আমি দিগন্ত জোড়া খোলা মাঠ
সোনালী ধানের ঝিলিক,বৃস্টিহীন পরিবেশ
কেড়ে নিয়েছি চাষীর মুখের হাসি
তাইতো, আমাকে কেউ বাসে না ভালো ।#

মন্তব্য করুন