Skip to content

আমরা শব যাত্রী

গহীণ কোণে জীবনের নিজস্ব মুহূর্তে
অন্তহীন ভুলের সামনে দাঁড়িয়ে,
অবলীলায় ঘুমে ডুবে যায়।
সোনালী সময়ের প্রতিটি মুহূর্ত,
পরস্পরের কাছে খুঁজে!
লুকিয়ে রাখি;
প্রতিশব্দ হয়ে তুন্দ্রার মতো বেঁচে আছি।
বাস্তবতার বেড়াজালে,
নিঃসঙ্গ জীবন যাপনে;
মানসিক প্রাচুর্যে ভরা তুমি।
ভাগ্যবিড়ম্বিত,
স্বপ্নের সাথে প্রাচুর্যে ভরা দাম্পত্য।
আমি চাই কষ্ট গুলো ফুল হয়ে ফুটুক!
আমি চাই অসীম হোক তোমার জগৎ,
বৃষ্টি হয়ে ভেজাক তোমাকে।
অকারণে,
অতি অকারণে মুখোমুখি দাঁড়িয়ে জিঞ্জেস করবো!
নিজস্ব নিরবতায় কেমন আছো প্রেয়সী?
নীল আকাশের দিকে তাকিয়ে,
মরুভূমির তপ্ত বালির বুকে মিথ্যা হয় সমস্ত ডাকাডাকি।
ছায়াঘেরা অন্ধকার,
গোপন ব্যাথার কাহিনী জুড়ে ভয়ের রেশ।
মনমাঝারে গ্ৰীষ্মের আগুন,
ঘুমাতে পারোনি রাতে!
শুধু তোমার অশ্রু বারিধারা নয়,
আমারো ঝরেছে চোখের জল।
আমি এঁকেছিলাম,
এঁকেছিলাম আলো নিয়ে অন্যান্য আলো।
শেষ সীমানায় দিনের অবসান,
তারাভরা আকাশ দীপ্তিমান।
মৌন চোখে বেঁচে থাকার আশা রাখি
সত্যি আমরা, তবুও হাসতে ভালোবাসি!
আসলে,
আসলে আমরা ব্যাথায় ডুবে নিত্যদিনের শব যাত্রী।

মন্তব্য করুন