Skip to content

আমরা দু’টি ভাই — নজরুল ইসলাম খান

আমরা দু’টি ভাই ,
মায়ের হাতে খাই ।
দুজনেই মাকে শুধু
নিজের কাছে চাই ।

আমরা দু’টি ভাই,
লায়েক হয়ে যাই ।
লায়েক হয়ে দুজনে
রূপসী বউ পাই ।

আমরা দু’টি ভাই ,
পৃথক হয়ে যাই ।
পৃথক হয়ে তাকে বলি,
মাকে নাও ভাই ।

আমরা দু’টি ভাই ,
খুশিতে গান গাই ,
দুজনের কারো কাছে
মায়ের নাই ঠাঁই ।

১৬/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন