Skip to content

আমরা কি স্বাধীন! কবি-মোয়াজ্জেম বিন আউয়াল।

চোখ আজ রক্তাক্ত
যেন কত দিন, কত রাত!
ঘুমের সাথে আড়ি,
চারিদিকে শুধু নোংরামি
আর মিথ্যা বাড়াবাড়ি।
স্বার্থের বেড়াজালে বন্দি
অসৎ লোকদের মিথ্যে সন্ধি।
কেউ কাউকে দিবে না ছাড়
সম্পদের গড়ছে পাহাড়,
রক্তাক্ত চোখে রক্তের হোলিখেলা
এদিকে কেটে যাচ্ছে বেলা।
উন্নতির সিড়ি বেয়ে খানিক পরে
সমালোচনার ঝড় চতুর্দিকে বহে।
ক্ষমতার রোষানলে দিশেহারা কেউ
মেরুদণ্ড বিহীন আন্দোলনের ঢেউ।
চারিদিকে ফাঁকা বুলি,
অযথাই চলে গুলি।
সাধারণ মানুষের আহাজারি
পান থেকে চুন খসলেই বাড়াবাড়ি।
মাঝে মাঝে মনে হয় আমরা কি স্বাধীন?
না’কি স্বাধীনতার মোড়কে গনতন্ত্র বিহীন।
এর উত্তর খুঁজে ফিরি প্রতিদিন
পাওয়া না পাওয়ার দোলাচালে,
কেটে যায় প্রতিটা দিন।

মন্তব্য করুন