Skip to content

আবেগ প্রণয়ের বাহক।

প্রথম প্রেমের কথা কখনো ভুলতে পারি না
তবুও আরেকবার প্রেমে পড়ার কথাই- ভাবি
অনেক স্মৃতি-বাস্তবতায় বেঁচে থাকে জীব
প্রতিটি দিন গত হয় এমনিতেই জগতের
নেশা আর তন্দ্রার প্রথম পেয়ালাটি আমার ‘বিয়ে’
এ শ্রেষ্ঠ নেশা আমার চারপাশ জড়িয়ে রাখে
অন্য নেশার চেয়ে- অনেক অনেক গুণ বেশি
অন্য নেশার পাত্রের চেয়েও গভীর এক অবয়ব
তবুও আরেকবার প্রেমে পড়ার কথাই- ভাবি
প্রতিদিন কেনো একবার- শ্রেষ্ঠ নেশা ছেড়ে যায়।

জানি অনেকের কাছে এ নেশা শ্রেষ্ঠ হবার নয়
এই সত্য প্রকাশে দম্পতিরও থাকে নিষ্ঠুর ভয়
অনেক সংসার বিষাদের তেতো স্বাদ জানে
তবে যে নিম-তেতো দেহের সুস্থ্যতাও আনে
এমন হয় না যে আকাশ একদিনও ঢাকেনি মেঘে
তবে কেনো জীবন এমনই যাপন স্ব-সৃষ্ট আবেগে
আবেগ প্রণয়ের বাহক- ফুলে বাগানও সুবিন্যস্ত
জীবন তো এই যে- একটি বইয়েরই কয়েকটি প্রস্থ।

মন্তব্য করুন