Skip to content

আবার দেখা হবে প্রিয় – ইন্দ্র চন্দ্র নীল

হারিয়েছি তো তোমার কাছেই!!

তোমার থেকে হারানোর ভয় পাই না।

আমি বিশ্বাস করি,,,

তুমিও আমায় ভালোবাসো,,,

তাতে যতো ঘৃণাই করো না কেন,,

নীল,,, তোমার ঘৃনীতঃ ভালোবাসা,,

আর ভালোবাসা মানুষ ভুলতে পারে না।

কি করে ভুলবে আমায়?? পারবে??

পারেবে না!!”

ভয় পাই শুধু তোমাকে হারানোর ,,,

নাঃ আমি পারবো না!

আমিঃ হ্যাঁ আমি পারবো না,,
তোমাকে হারাতে!

তাতে যাইহোক,,,
হ্যা তাতে যাইহোক প্রিয়!!

আমি তোমাকে হারাতে পারবো!! না!!

জীবন টা তো তোমার পায়ে কবেই জলাঞ্জলি দিয়েছি!
সেকি! বোঝো না?

না কি তেমন ভাবতেই পারো না?

কি আছে আজ নিজের বলে??
নাঃ কিচ্ছুটি নেই।

হ্যাঁ কিচ্ছুই নেই আজ আমার।
আমি আমার মনে বিন্দুমাত্র নিজের জন্য কিছুই রাখিনি।

সব টা দিয়ে আমি ভালোবেসেছিলাম তোমায়!
হ্যাঁ বিশ্বাস করো,,,তোমায়,,,

আজ আমি নিঃস্ব,,,,কিছুই নেই নিজের বলে!!

যা,,কিছু তুমি নিয়ে ছিলে আস্বাস দিয়ে রাখবে।

নিজের কাছে নিজের মতোই রাখবে।

আর আমি উন্মাদ হয়ে তোমায় উজাড় করে ভালোবেসে ফেলেছি পাগোলের মতো।

আমার এই ভাবনা টাই হয়তো সব থেকে বড়ো ভুল ছিলো।

ভুল ছিলো আমার স্বপ্ন দেখার।

ভুল ছিলো নিজের অন্তরআত্মায় তোমাকে ঠাই দেওয়া।

ভুল ছিলো তোমাকে নিজের সব থেকে আপন মানুষ ভেবে,, সেই মানুষ টার কাছে নিজেকে দেউলিয়া করা,,,
এতোটা সস্তা করে নিজেকে তোমার কাছে তুলে ধরা যে আমি মূল্যহীন,,
আসলেই এই গুলো ভুল ছিলো আমার।

তাই এই ভাবে ভূলের পর ভুল করে প্রথমে ঘাবড়ে যাই নিজেকে দেখে।
তারপর সিদ্ধান্ত নেই হ্যা তোমার কাছেই থাকবো।

তাই জীবনের সব থেকে বড় বিষয় থেকে নিজেকে তুলে এনেও ফেলেছি তোমার পায়ে।

কেঁদেছি এই বলে প্রিয় আমায় বিস্বাসের আসনে বসিয়ে একটু ভালোবাসা দাও।
আমি আর কিচ্ছু চাই না।

আমি এই বিস্বস্ত ভালোবাসার কাঙাল।

তাতে তোমার কিচ্ছুই না।
তাতে তোমার কিচ্ছু যায় আসে নাঃ,,,

কেন? হবে!

সত্যিই তো!!

আর সেই জন্যই আজ আমি নিজেকে সপে দিয়ে। উন্মাদ হয়ে তোমার অপেক্ষায়।

থাকবো! প্রিয়!!!

আমি অপেক্ষায় থাকবো সেই দিন পর্যন্ত যতোক্ষণ চলে এই শরির টায় তোমার নামের নিশ্বাস।।।

হ্যাঁ তোমার নামের নিশ্বাস!!!

থাকবো! প্রিয়!!

আমি অপেক্ষায় থাকবো,,,,

তুমি শুধু আমার ভুল গুলোই দেখলে!!?

দেখলে না! আমার ভালোবাসা!!?

নাঃ তার মূল্য নেই তাঁ তো নয়!

অবশ্যই আছে।

তোমার কাছেও আছে আর আমি তা বিশ্বাস করি! এখনো,,,,,

আর সেই জন্যই শুধু এখনই নয় ভবিষ্যতেও থাকবো। অপেক্ষায়!!! তোমার।।।

হ্যাঁ তোমার অবহেলা নিয়েই থাকবো,,,,
তোমার অপেক্ষায়!!

শুধু সেই অধিকার টা নিয়ে বাচতে দিও,,,,প্রিয়।

আমি স্বপ্ন গুলো একদিন ফুলের মতো উপহার দিয়ে যাবো তোমায়।

তারপর যদি মানুষ হয়ে ফিরি!!

হয়তো দেখা আবার হবে!!!

আর সেই কথাই দিয়ে যাবো……..

মন্তব্য করুন