Skip to content

আবার একটি যুদ্ধ চাই – তাপস ঠাকুর

কথা ছিল একটি মানচিত্র পেলে,
সমস্ত যুদ্ধ থেমে যাবে,
নিদারুণ হাহাকার আর – কান্নার শব্দে
বিষাক্ত হবে না আমাদের জন্মভূমি ।
কথা ছিল, একবার রক্ত দিলে,
হাজার বছরের কালোরাত্রির সুকঠিন অর্গল ভেঙে
সূর্য্যি উঠবে-সকাল হবে ।
কথা ছিল- হাতে অস্ত্র নিলে,
পুলিশের বুটের লাথিতে আর কোনদিন আহত হবেনা আমাদের
শ্রমিক-ছাত্র-জনতা কেউই ।
আমাদের অনাগত শিশুরা পাবে নিশ্চিত ভবিষ্যৎ।
মানবতার ধর্ম আর সমতার পবিত্র বিশ্বাস নিয়ে,
আমরা এগিয়ে যাবো বৈষম্যহীন পৃথিবীর দিকে ।
কথা ছিল- হিন্দু মুসলিম নয়,
আমাদের পরিচয় হবে-বাঙ্গালী ।
পদ্মা –মেঘনা-যমুনার ঠিকানায়
রচিত হবে আমাদের সুন্দর ভবিষ্যৎ ।
এসব কিছুই হয়নি,
বাঘ তাড়িয়ে যেন আমরা কুমিরের খপ্পরে পরেছি।
ভীনদেশী হায়েনা তাড়িয়ে পরেছি দেশীয় হায়েনার খপ্পরে।
পবিত্র জন্মভূমিকে বিষাক্ত মনে হয় আজ ।
নষ্ট রাজনীতির আদলে-
আমাদের নেতারা এখন ট্যান্ডারবাজ-ক্যাডার,
হিংস্র হায়েনা অথবা আইয়ুব ইয়াহিয়ার মতঘৃণ্য শাসক ।
আমাদের অনাগত শিশুদের ভবিষ্যৎ এখন ঝাপসা -অন্ধকার ।
প্রতিটি জীবন এখন অনিশ্চিত ।
আসমান –জমিন রক্তে ভিজে প্রতিদিন
তবু সূর্য্যি উঠে না,
হাজার বছরের কালোরাত্রি ভেঙে
সকাল হয় না আমাদের।
তাই আবার একটি যুদ্ধ চাই ।।
কেবল একটি যুদ্ধই পারে
আমাদের শিশুদের মুখে হাসি ফুটাতে-
কেবল একটি যুদ্ধই পারে
পদ্মা –মেঘনা-যমুনার ঠিকানায়
আমাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করতে ।।
মনে রেখো- এ যুদ্ধ অস্ত্র দিয়ে নয়,
কিংবা দলীয় রাজনীতিতে বিভক্ত হয়ে নয়,
এ যুদ্ধ হতে হবে- জাতীয় ঐক্যর ভিত্তিতে ।
ঠিক ৭১-এর মত ।
৭১-এর স্লোগান ছিল শাসক বদলের-
এবারের স্লোগান হোক-
শত বছরের পুরাণ ব্যবস্থা বদলের ।।

1 thought on “আবার একটি যুদ্ধ চাই – তাপস ঠাকুর”

  1. তাপস ঠাকুর

    আমি তাপস ঠাকুর। ২০১৪ সালে কবিতা ককটেল ওয়েব সাইটে আমার সর্বপ্রথম কবিতা প্রকাশিত হয়। ‘স্বাধীনতা’ ও ‘অচেনা গ্রহ’ কবিতা টির আবৃত্তি ইতিমধ্যে, ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্য ক্রমে, আমার ফেইসবুক আইডি এখন বন্ধ রয়েছে। ব্যাক্তিগত জীবনে আমার একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সাহিত্য ঠাকুর। আমি একটি ব্যাংকে ফরেন ট্রেড অফিসার হিসেবে কর্মরত। আমার যোগাযোগের ঠিকানা,
    [email protected]

মন্তব্য করুন