Skip to content

আবর্তন ///==সুবীর মণ্ডল

সন্ধ্যার প্রান্তরে ধেয়ে এল নিস্তব্ধ স্রোত
আকাশ জুড়ে শান্ত শীতল অমানিশা রাত
শূণ্য হৃদয় মাঝে শুধু আকুলতার ভার
চাপা আর্তনাদে অমৃত লাগে নির্জনতার স্বাদ।

একাকীত্বের সীমানায় খুঁজে ফেরে অতীত
পাহাড়ের জল বয়ে শেষে মোহনায় পতিত।
নীল জলের ঢেউয়ে খেলা করে ব্যর্থতার দল
হাতে তুলে নুড়ি কাঁকর মেপে নেয় জল।

দীর্ঘ শ্বাসের পাড় ভাঙ্গা ঢেউ উছলে পড়ে তটে
বাতাসে গুমোট স্থিরতার অবিচল পণে
রূদ্ধ হয়ে আসে পথ, শেষ পথের মোড়ে
খুলি সঙ্গোপনে দোর খানি, ফিরে সেই ঘরে।
——————————————–
অণ্ডাল, ১৬/০৬/১৮

মন্তব্য করুন