Skip to content

আবদ্ধ রয়ছে ডাকবাক্সে

হরিণী বসে থাকে না নিষাদের প্রতীক্ষায়,
প্রতিটি কথার থাকে একটি নিদিষ্ট সময়।
তা অতিক্রান্ত হলে তার মরন হয়!
শুধু মাঝে মাঝে মনের গভীরে,
তার লাগি হয় অশ্রুবারিচয় ।
সমুদ্রের মত গাঢ় চোখেও,,
কখনো কখনো মেঘের ছায়া নামে ।
চিঠিগুলো কেবল বন্দি পরে থাকে ,,
ডাকবাক্সের নাপাঠানো হলুদ খামে ।।

1 thought on “আবদ্ধ রয়ছে ডাকবাক্সে”

  1. Srabanti Goswami

    এটি আমার লেখা নয় এটি আমার পুত্রের লেখা কবিতা ,
    আমার পুত্র শ্রী শুভাশীষ গোস্বামী আধুনিক কবি।
    ওর কবিতায় ফুঠে ওঠে প্রেম, বেদনা, সমাজের মর্মান্তিক রূপ ও প্রকতির মাধুর্য ।।

মন্তব্য করুন