Skip to content

আপন কেউ – বিকাশ চন্দ্র মণ্ডল

আমায় তুমি কতই না ভালো বেসেছো
আমায় তুমি কতটা আপন করেছো।
মোর জীবন খাতার অপঠিত পাতা গুলো
একটা একটা করে পড়তে শিখেছো।
অনুভবে নাকি তুমি আমাকেই পেয়েছো
আপনারজন হয়ে মোর পাশে দাঁড়িয়েছো।
আমি এখন আর একলা তো নই
রয়েছে অন্তরালে আপনার থেকে আপন কেউ।
অহর্নিশ আমারই প্রতীক্ষাতে
পথ চেয়ে থেকেছো যে সন্ধ্যা প্রাতে।
বসু মাতৃকার মতো স্নেহময়ী
শ্রীরাধিকার মতো প্রেমময়ী।
তব স্পর্শ পেয়ে হৃদয় হয়ছে যে ধন্য
ভালোবাসা দিয়ে করেছো মোরে গণ্য।
প্রেমের যদি কোন সংজ্ঞা থেকে থাকে
শিখেছি যে আমি তোমারই পাশে থেকে ।
সকল সময় মানিয়ে চলার শিক্ষাই দিলে
কিছুই তো নেই আমার দেওয়ার মতো
মোরে ভালোবেসে কি জানি তুমি
কি যে অমূল্য রতন খুঁজে পেলে ?

মন্তব্য করুন