Skip to content

আপনি বরং নিশ্চিন্ত থাকুন – প্রকৃতি প্রভা

আপনি বরং দূরেই থাকুন..
আমার বেখেয়ালি অসুখের সাথে বাস করতে বলবো না আপনাকে।
বুকের চিন চিন ব্যথায় হাত চেপে রাখবো শক্ত করে;
তবুও বলবো না কাছে আসেন , শক্ত করে জড়িয়ে রাখেন আমায়।

আপনি বরং ভুলেই থাকুন..
আমার দুষ্টুমি আর দস্যিপনায়, শ্রীহীন আলপনায়
নিরর্থক জল্পনায়, বেঁধে রাখবো না আপনাকে ;
আপনি বরং ভুলেই থাকুন।

আপনি বরং নিশ্চিন্তে থাকুন..
কথায় কথায় বায়না ধরে,পূর্ণিমাকে সঙ্গী করে
কুয়াশাঘেরা ধূসর রাতে, আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে চাইবো না আর;
আপনি বরং নিশ্চিন্তে থাকুন।

ভরদুপুরে জোর করে কেউ আপনাকে বলবেনা ভালোবাসি বলতে।
কেউ চাইবেনা, তার থলে ভর্তি আজগুবি গল্প বলে আপনার সময় নষ্ট করতে।
কেউ বাধ্য করবে না, রোজ সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে লাল টুকটুকে একটা গোলাপ এনে খোপায় গুজে দিতে..
আপনি বরং নিশ্চিন্ত থাকুন।

মন্তব্য করুন