Skip to content

আনন্দ ধাম- রমেন মজুমদার

আনন্দ ধাম
———-(চতুর্দশপদী)
রমেন মজুমদার

সর্বতত্ব দ্বৈতত্ব প্রতীক দুই পার্শ্বে
দুই নাড়ি দোহনে সংবৃত্তি জাত বস্তু !
বোধিচিত্ত নভ্যদেশে মনিপুর চক্র ;-
দাঁড়ায়ে পাহারা দেয় সর্বক্ষণ শীর্ষে।

দেহবৃক্ষ মধ্যম ডালে সহজানন্দ–
চোর রূপে করে বাস সঙ্গে গুরু ভদ্র !
প্রকৃতির দোষে সেই কামরূপে মত্ত !
গুরু মগ্ন থাকে, কুম্ভুক যোগে-চিত্তেতে ।

শ্বাসবায়ু দিবসেতে প্রবৃত্তির মোহে
অর্ধ রাত্রি নিবৃত্তির মহাসুখচক্র;–
আশ্রয় আনন্দ ধাম বক্ষে দুই নাড়ি
সহজে বিলিন স্বর্গে-মর্তে, সিদ্ধভ্রমি ।

বক্রগামী বোধিচিত্ত চক্র মণিপুরে!
নিবৃত্তি নির্ণয়ে কলা দেহান্তের ঘরে।।

কলকাতা,দুপুরের কবিতা।

মন্তব্য করুন