Skip to content

আত্মার তৃপ্তি

নিজের স্বরূপ চিনতে যদি পারো,
রামায়ণে হনুমানের মতন।
সাধ্য সবই হবেই যেন তবে,
হুংকারটা ছাড়বে তুমি যখন।
অনেক বাধা আসবে তোমার পথে;
হানবে আঘাত, হবে যে চুরমার।
সাফল্যের প্রত্যেক ধাপ উঠো,
রূখবে তোমায় সাহস আছে কার!
একটু করে উঠতে থাকো
তুমি, চূড়োতে পৌঁছাবে।
হয়তো তখন একটু একটু করে,
তোমার মধ্যে অহং জন্মাবে।

ভাববে তুমি হয়তো তাকেই সেরা,
তোমার থেকে উঁচুতে যে থাকে।
উচ্চতাতে শকুন উড়ে জানো?
নিজের বিচার করবে কি তার সাথে? জেনে রেখো তোমার থেকে নিচে,
যাদের আছে সদাই বিচরণ।
হয়তো তারি মধ্যে আছে,
কিছু কিছু গুণী বিচক্ষণ।
দুর্বল তাদের মনে ভেবে
ভুল করেছো বটে।
নীচে কিন্তু পরিশ্রমী,
পিঁপড়া সকল হাঁটে।
তাই অবস্থান দ্বারা কিছু
বিচার নাহি করো।
নিজ নিজ অবস্থানে
আত্মতৃপ্তি গড়ো।।

মন্তব্য করুন