Skip to content

আত্মাই আমি দেহ নয়

যাকে আমি ‘আমি বলি’ সেতো আমি নই
আবরণে ডাকা আমি শুধু ঘুমিয়ে রই
দেহটা আবরণ আমার, আত্মা আমি হই
আবরণের যত্ন করি, আমার যত্ন কই?

দেহের যেমন দুঃখ, কষ্ট, সুখ অনুভূতি পায়
বেঁচে থাকার জন্য কত মাছ মাংশ খায়
আমিও তেমনি খাই, নেই আমার উপায়
আমার খাবার সৃষ্টিকর্তার প্রেম ভালবাসাময় ।

মারিলে ব্যাথ্যা পায় দেহ, আমি পাই ঘৃনায়
সুখ পেলে দেহ হাঁসে, আমি বুক ফুলাই
দেহের একদিন মৃত্যু হবে, আমার মৃত্যু নয়
দেহ—আত্মার মিলন হলে আসে আমার বিজয় ।

মন্তব্য করুন