Skip to content

শিশু সাহিত্য – আত্মনির্ভর
মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী

পৃথিবীতে নিজেকে গড়ে তুলতে হলে নিজের প্রতি আশ্বাস, বিশ্বাস স্থাপন করতেই হবে। অন্যের প্রতি নির্ভর কখনোই করা যাবে না। কারণ, তাতে নিজেরই ক্ষতি এবং অনেক সময় অপমান, অপদস্ত হতে হয় জনসম্মুখে।
মনে করো তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, কোনো অভাব নাই। তোমার কাছে কোনো টাকা নাই। কোথাও যাওয়ার জন্য  গাড়িতে উঠেছো। গাড়ি যেতে যেতে রাস্তার মাঝে ইঞ্জিন নষ্ট হয়ে গেলো। এখন অন্য গাড়িতে যেতে হবে। তোমাদের ভাড়াটাও পরিশোধ করা হয়নি। তোমার বাবা তোমাকে অন্য গাড়িতে উঠিয়ে দিলো। কিন্তু আগের গাড়িতে তোমার বাবার ব্যাগ রয়ে গেছে। তোমাকে গাড়িতে রেখে তোমার বাবা তার ব্যাগটি নিতে আবার পূর্বের গাড়িতে গেলো। ইতিমধ্যেই তোমার বাবা আসতে না আসতেই গাড়ি ছেড়ে দিলো। তোমার বাবা সেখানেই রয়ে গেলো। বাসের কন্ট্রাক্টর তোমার কাছে ভাড়া চাইলো। তুমি দিতে পারলে না। তুমি কন্ট্রাক্টরকে অনেক বুঝালে, কিন্তু সে তোমার কোনো কথাই  বুঝলো না। তুমি বাসের ভাড়া দিতে পারলে না বলে কন্ট্রাক্টর অকথ্য ভাষায় কথা বলে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলো। তুমি সেখানে শত শত মানুষের সামনে অপমানিত হলে। তোমার নিজের কাছে যদি টাকা থাকতো তবে তো তুমি ভাড়ার কারণে, এত জনতার সামনে এমন অপমান, অপদস্ত হতে না। কাজেই পরনির্ভরশীল না হয়ে নিজের প্রতি নিজে নির্ভরশীল হতে হবে। যাতে করে কারো মুখাপেক্ষী না হতে হয়। তাহলে তুমি পৃথিবীর যে কোন প্রান্তে সকলের কাছেই  সম্মান ও আত্মমর্যাদা পাবে।

মন্তব্য করুন