Skip to content

আজ ১৭ই অক্টোবর ✑ মিটু সর্দার

আজ ১৭ই অক্টোবর —
এমন-ই এক দিনের শেষে তুমি কথা দিয়েছিলে —
হাজারো ঝড়-তুফান এলে, কষ্টেরা বসতি গড়লে
কখনো ছেড়ে যাবেনা, নিঃস্ব করে যাবেনা আমায়
যখন সুখের সুতোয় টান পড়েছিলো —
বেদনারা উঁকি দিয়েছিলো তোমার বাতায়নে —
তখন তোমার কথার —
গগনচুম্বী হিমালয় ভেঙেচুরে চুরমার করে —
এক আকাশ মুচকি হেঁসে হেঁটে গিয়েছিলে তব সৃষ্ট পথে।
আজকের এইদিনে সঙ্গের সঙ্গী হ’য়ে সুখ-দুঃখের সাথী হ’য়েছিলে
প্রতিশ্রুতি দিয়েছিলে ছেড়ে না যাওয়ার —
হাতের আঙুল টিপে গুনে দ্যাখি —
চৌদ্দটি বছরের মধ্যে বারোটি বছর-ই তুমি নেই।

আজ ১৭ই অক্টোবর —
আজকের এইদিনে বিনি-সুতোর বাঁধন ছিঁড়ে–
জড়িয়ে ধরে রাখা হাতটি সরিয়ে নিলে বুকের উপর থেকে
খালি করে গেলে,শূন্য করে গেলে মোর বুকের উপরটি।
এক কোটি বছরের যন্ত্রণা এই বারোটি বছরে পেয়ে
বুকের ছাতিম খুব শক্ত হ’য়ে গিয়েছে —
সমস্ত আকাশ এই বুকের ‘পর দাড় করিয়ে রাখা যাবে।
অনেকে ব’লে তোমাকে ভুলে যেতে —
কেউ যদি আমার হৃদয়ে অস্ত্রোপচার করে পশুর হৃদয় স্থাপন করে তাহলে হয়তো ভুলে যেতে পারি।
তুমি ভালো থেকো – খুউপ ভালো
আমার জীবনে যদি একদণ্ড সুখ থাকে —
তা-ও তোমাকে উৎসর্গ করে পদতলে রেখে দিলাম।

১৭/১০/২০২২ইং
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্য করুন