Skip to content

আজ তুমি নাই – পবিত্র প্রসাদ গুহ

আছো তুমি শয়নে আছো স্বপনে মননে,
আসে চোখে জল ভাবনার ওলিতে গলিতে
কত সহজে শিখিয়েছো কত কী
আজও চেষ্টায় থাকি মানতে সেগুলি
তোমার আদর্শে তোমার শিখনে
যা কিছু হয়েছে ভালো তুমি ছিলে বলে
আদরে ভরিয়ে ভালোবাসার টানে
আগলিয়ে তুমি বট ছায়া হয়ে
রেখেছিলে কাছে মোরে
শত প্রতিকূলতার মাঝেও যথাসাধ্য করে।
আজ তুমি নাই এ ধরণীর পরে
আছো অন্তরে আমার, আমার গহীন ঘরে।
হতে কত খুশী নতুন আমার বাড়ি
খেদ গেলো রয়ে মোর মনে
আগেই তুমি গেলে চলি ছাড়ি।
কলমের কালি চোখে জল হয়ে
খাতার পাতায় টপ টপ ঝরে
এখনে আমি লিখি ট্রেনে বসি।
জনম যদি হয় আবার ঈশ্বর
বাবা হয়ে এসো আবারও তুমি।
জানি না কোথায় আছো তুমি বাবা
থেকো তুমি ভালো শান্তিতে সেথা
লক্ষ কোটি প্রণাম নিও তুমি আমার
আশীর্বাদ করো তোমার এ সন্তানেরে।

মন্তব্য করুন