Skip to content

আজব দেশ – কবি সুভাষ চন্দ্র দাস

কবিতা : আজব দেশ
কবি : সুভাষ চন্দ্র দাস

আমরা সবাই করছি বাস
আজব এক দেশে,
চালে ডালে এক হয়ে
গেছে এখন মিশে।

চাল ডালের একই দাম
নাই কম বেশি,
গরীব মানুষ কিনতে গিয়ে
পড়ছে গলায় ফাঁসি।

খাশির মাংস কিনতে গিয়ে
আটকে যায় দম,
খাশি হেঁকে ছাগির মাংস
কসাই বেঁচছে হরদম।

সরিষা সোয়াবিন একই দামে
হচ্ছে বেঁচা কেনা,
তেলের বেলায় আসল নকল
যায়না ভাই চেনা।

আটার চেয়ে ভুসির মুল্য
হলো কেন বেশি,
হরিলুট করছে সবাই এখন
যার যত খুশি।

মন্তব্য করুন