Skip to content

আগামীকে ছুঁয়ে দেখতে চাই -রমেন মজুমদার

আগামীকে ছুঁয়ে দেখতে চাই
—-
রমেন মজুমদার ২৯/০৩/২৩

তরাম্বিত হোক সুখ
সময়ের সিঁদকেটে বেরিয়ে পড়তে চাই
নির্মল বাতাসের সঙ্গে
এড়িয়ে যাব দূষণযুক্ত সংঘর্ষ!
সংসার নির্মল হয়ে বাঁচতে পারবে ক’টাদিন।

সন্তর্পণে ভবিষ্যতকে মুক্তরাখতে চাই মিলনের প্রেমে..
প্রেমের বাড়তিখরচ হলেই নেমেআসে
বেহিসেবি অভিযোগ,
মালিন্যতার আবেগ জীবনকে করে ধ্বংস!
মুক্তির আবেগ নিয়ে বাঁচতে চাই কবিতার শব্দে।

পেছনে ফেলে আসা আবেগ এখন মলিনতায় মরচে ধরা অথর্ব এক হতাশা!
মনে করতেই চাইনে সেসব দিনের কথা;
সংসারের সকল খরচ এখন আর ঘাটতি পড়েনা আবেগের কলসি বেয়ে।

মাখামাখি আর ছোঁয়াছুঁয়ির দানপত্রের লেখাগুলো মুছে যেতে বসেছে….
কলহ বর্জিত সমাজের একপশলা রোদেলাসুখ মাখতেচাই আগামীর বার্তা নিয়ে।

নবীনগন্ধযুক্তপুষ্প নারীর যৌবতির পরাগ
আমায় এখন আকৃষ্ট করেনা হিসাবের তমসুখে;
কনকাঞ্জলি দিয়ে সে পথ মাড়িয়ে যেতে চাই আরও দূরে…
মালিকানায় দৈবাৎ শব্দগুলো আমার অন্তর স্পর্শ করেনা।

এখন কেবলই ছুটে চলছি অনাবেগ নির্মল নিঃশ্বাস নিংড়ে;
সংসারের ভেজালস্বাদ ও শব্দগুলো মুছেযাক
গ্লানির মর্মরতা বিদীর্ণ করে…
আগামীর নির্ভেজাল আগত ভবিষ্যতকে
পেতেচাই হাতের তালুতে।

আমি হেঁটেযাই সেই প্রত্যাশা নিয়েই…
তোমারাও এসো আমার সাথে,
মুক্তহোক সমাজ থেকে কলহের দণ্ডমুণ্ডু!

প্রত্যাশা নিয়েই ছুঁতে চাই একটি কবিতার মধ্যে আগামীর নির্মল ভবিষ্যত সমাজকে।।
—— সমাপ্ত।

মন্তব্য করুন