Skip to content

আগস্টের অনুভব(১৫ই আগস্টের শহীদদের স্মরণে) – দেবশ্রী মন্ডল

এ আগস্ট এই শোক, এই বেদনার দিন।
সবই ভুলে যেতে চাই আমি।
তবুও কেন আমার কানে বেজে ওঠে
রাসেলের সেই করুণ কন্ঠস্বর ?
“আমি মায়ের কাছে যাবো”…
কেন বারবার আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে-
সুলতানা কামাল আর রোজী জামালের হাতের রক্তরাঙা মেহেদী ?
কেন মনে হয় আমার-
খসে পড়া দুটো তারা যেন ঝাঁঝরা বুকে নিথর হয়ে আছে
প্রিয় কামাল আর প্রিয় জামাল।
শেখ আবু নাসের যেন আমারই সামনে রক্তাক্ত গুলিবিদ্ধ হয়ে
বারবার আমাকেই ডেকে ডেকে বলে
পানি দাও.. একটু পানি……
কেন আমার চোখে জল এনে দেয় আরজুমনির সেই অনাগত সন্তানের করুণ মৃত্যু?
আমি কেবলই যেন চোখের সামনে দেখতে পাই
বেবী সেরনিয়াবতের সেই ভয়ার্ত মুখখানা।
ভুলতে চাইলেও ভুলতে দেয়না।
কর্ণেল জামিলের সেই সাহসী কন্ঠস্বর-
বঙ্গবন্ধুর বিপদ, কীভাবে আমি না গিয়ে পারি।
আমি সত্যিই ভুলে যেতে চাই
তবুও কেন সেই বত্রিশ নম্বর বাড়ির সিঁড়িতে
গড়িয়ে পড়া রক্তের ধারা আমার মস্তিষ্কে রক্তক্ষরণের মতো
কেবলই ঝরে ঝরে ঝরেই যায়।
শ্রাবণের প্রবল ধারায়
সব স্মৃতি -সব শোক ধুয়ে যাক
এ আমি চাই ।
তবুও আমি ভুলতে পারিনা কিছুই।
এ অসম্ভব হয়ে পড়ে আমার কাছে।
যদি ভুলে যাই আগস্ট
ভুলে যাবো আমি বাঙালি ।
যদি ভুলে যাই শোক
ভুলে যাব আমি এ বাংলারই লোক।
যদি ভুলে যাই সেই বিভীষিকাময় ভোর
ভুলে যাব আমি বাংলা মায়ের ডোর।
যদি ভুলে যাই তোমায়
ভুলে যাই যদি সবই
ভুলে যাব একটি দেশের নাম
বাংলাদেশ নাম তারই ।

মন্তব্য করুন