Skip to content

আকাশ দিলাম বায়না- সাবিনা সিদ্দিকী শিবা

আমার একটি আকাশ ছিলো,
ছিলো কিছু তারা।
সেই আকাশে ঘুরতো পাখি,
হয়ে বাঁধন হারা।

আকাশের যখন মন খারাপ হয়,
ঝরায় কেবল বারি।
একটু খানি ছোঁয়ার পেলেই,
খুশি হয় তাড়াতাড়ি।

সেই আকাশে দিয়েছিলাম,
বর্গা কিছু জমি।
জুলুমবাজের পাল্লা পরে,
ছাড়তে হলো ভুমি।

সুই হয়ে ঢুকে মানুষ,
বের হয় কুড়াল হয়ে।
এসব এখন দেখতে হচ্ছে,
সহ্য করে রয়ে।

আর করবোনা কারও সাথে,
নিজের আকাশ বায়না।
বুঝিনি তো যার তার সাথে,
আমার চুক্তি যায়না।

মন্তব্য করুন