Skip to content

আকাশ কিনে দেবো-আতাউল গনি

তোমাকে একটি আকাশ কিনে দেবো
আর দেবো এক জোড়া ডানা
তুমি ডানা ঝাপটে উড়বে মুক্ত বিহঙ্গ
আমার হৃদয়ের আঙিনায় ফুলের বাগিচায়
ফুটে আছে যত রঙিন ফুল
সবুজ ক্ষেতের,মাঠ সান বাধানো ঘাট
সাহারা মরু, হিমালয়ের শৃঙ্গ ছেড়ে
সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে
মেঘের ওপারে গিয়ে
রুপকথার জাদুর কাঠি নেড়ে
সুয়োরাণী দুয়োরাণীর ঘুম ভাঙিয়ে
আসবে ফিরে আমার পৃথিবীতে।
এই আকাশ শুধুই তোমার, উড়ে উড়ে
ক্লান্ত হয়ে বসবে আমার হৃদয় সিংহাসনে।
উড়বে আবার আকাশপানে চেয়ে
তোমায় আমি আকাশ দেবো
উড়বে দস্যি মেয়ে?

মন্তব্য করুন