Skip to content

অহনা – পবিত্র প্রসাদ গুহ

মাঝে মাঝে আমি দেখা পাই তব
সর্বদা কেন পাই না
আঁধার নিশীথে কেন দেয় ঢাকি
এসো হে তুমি অহনা।
হঠাৎ আলোকে দেখি যবে তোমারে
হারাবার ভয়ে আমি ত্রস্ত
এখনি বুঝি আসি গেলা মেঘ
ঢাকিল মুখখানি প্রশস্ত।
মেঘ কেনো আসে হৃদয় আকাশে
দেখিতে কেনো তোমারে পাই না
ঝরঝর ধারায় আসুক না বৃষ্টি
ঝলমল রোদে তুমি অনন্যা।

মন্তব্য করুন