Skip to content

অসৎ সুপথ ধরে- মোঃ হোসাইন জাকের

যে যেভাবে পারে
নিচ্ছে দু’হাতে কেড়ে,
কিছুই হচ্ছে না প্রশ্ন করে
মুর্তিমান আতঙ্ক হয়ে আসে তেড়ে।

হাতিয়ে নিচ্ছে পকেট ভরে,
অন্যের অধিকার হরণ করে,
সদা তটস্থ থাকতে হয় তাদের ডরে,
মজলুমরা রবের কাছে নালিশ করে।

অবশেষে জুলুমবাজ ধরা পড়ে,
মহান প্রভু! ছাড় দেয়, নাহি ছাড়ে,
গ্যাড়াকলে পড়লে, অসৎ সুপথ ধরে,
তবে, ইবলিশ শয়তান তারে নাহি ছাড়ে।

চারপাশে আছে শত শত মানব,
আচার-আচরণ অনেকেই দানব,
হতে পারে ওরা স্বজন-বন্ধু-বান্ধব,
স্বার্থের তরে শত্রু বনে, এটাই বাস্তব!

তাং ৫ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন