Skip to content

অস্থায়ী জোর – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

অস্থায়ী জোর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৪-২০২৪ ইং

আজ আছে গায়ে জোর রবে না তা কাল,
প্রকৃতির এ নিয়ম রজনী সকাল।
দিন শেষে রাত হয় রাত শেষে ভোর,
থাকিতে সময় ভাঙ্গো ও মনের ঘোর।

জমিজমা পড়ে রবে ভালো করো নীতি,
আজ আছে দেহে প্রাণ কাল হবে ইতি!
ক্ষণিকের দুনিয়াটা চিরদিন নয়,
ভালো কাজ করে গেলে মরণেও জয়।

মানুষের সেবা দানে তৎপর হও,
জীবন চলার পথে সত্য কথা কও।
সত্য দিবে মুক্তি তব মিথ্যাতে বিনাশ,
কাঁড়ি কাঁড়ি আয় যত হয় ভুষ্টিনাশ।

বাড়ি-গাড়ি ধন-রত্ন নাহি যাবে কিছু,
পাপী বান্দা অপরাধী শির হবে নিচু।
অর্জিত সম্পদ যদি হারামের হয়,
দংশন করিবে সদা মিথ্যা কভু নয়।

পরকালে মুক্তি পেতে রবকে স্মরণ,
করো তবে দিবানিশি দ্বীনকে বরণ।
আল্লাহ রাসূল যদি হয়ে যায় খোশ,
এর চেয়ে দো-জাহানে নাই’কো সন্তোষ।

মন্তব্য করুন