Skip to content

অস্তিত্বের শেষ

গ্রোগাসে গিলে ফেলছে আমার রুটি,
শুধু অর্থ সংকটে নয়,
আমি পেটের ক্ষুধায় প্রচন্ড ব্যাথায় ভুগছি।

ঝাপসা চোখে সামনের পথ ভুলে যাচ্ছি,
অসার হয়ে যাচ্ছে আমার শরীর।
নেকড়ের দল এই বুঝি থাপা দিবে,
মাথাটা নিয়ে যাবে,
খুবলে খাবে শরীর।
কত বিভৎস আয়োজন তাদের!

পথি মধ্যে আমি একা নই,
শত সহস্র পথিক এই পথে
দিক বেদিক ভুলে হন্ন হয়ে খুঁজছে
ক্ষুধা নিবারণের উপাদান, এবার হয়তো তাদের শিকার আমি।

এই পথে আমি একা নই,
লাখো পথিক ধুলোয় মিশে যাচ্ছে
ইচ্ছে করে খুবলে খায় মাটি।

মন্তব্য করুন