Skip to content

অস্তিত্বহীন – সোনালী কুন্ডু

  • by

জীবনের এই দিনগুলো ঠিক নিথর মনে হয়!
কোথার থেকে ;কিভাবে ,কখন যে এমন পরিস্থিতি
আমার জীবনে অষ্টে পৃষ্টে জড়িয়ে গেছে;
আমি বুঝতেই পারিনি!
বুঝতে পারিনি আমার অস্তিত্ব ভাঁটার টানে
কোনো এক পাতালের দুর্গম জঠরে এসে পড়েছে;-
চক্রব্যূহের মতন!
এই সময়ের চক্র থেকে নিজেকে_মুক্ত করতে পারছি না কিছুতেই!!
মুক্ত হওয়ার অপেক্ষায় _সময়ের প্রতীক্ষা করার মতো
ক্ষমতা আমার নেই!
আর নেই আমার মানসিক স্থিতি!
পর্যায়ক্রমে আমি; নিরব দৃষ্টিতে নিজের
অস্তিত্ব বিসর্জনের জন্য প্রস্তুত!!
সময় ছুটে চলেছে; সীমানার
শেষ প্রান্তে দাঁড়িয়ে পরিস্থিতি হাসছে!!
আর ,তখন _আমি আমার থেকে আমি কে ত্যাগ করে, নিজের অস্তিত্বকে মুছে ফেলে দিই !!
এখন ,আমি _আর আমি নেই!
সত্তাকে বিসর্জন দিয়ে ;সময়ের চাকায়
আমি _এক অজানা
“অস্তিত্বহীন নারী!
সোনার তরী”

মন্তব্য করুন