Skip to content

এ যেন অফুরান চাহিদার পিপাসা-
কিছুতেই যেন মিটেনা প্রত্যাশা, মিটেনা আশা
যস খ্যাতি ক্ষমতা এত কিছু তব কিছু নাই
অন্তর মাঝে শুন্যতা শুধু চাই চাই চাই—
লোভ লালসা ঘিরে আছে প্রত্যাশার শৃঙ্খল
এ জীবন যেন চলিছে চিতার অনল নিষ্ফল !
মানবতা শুধু পথ পানে চেয়ে বসে থাকা
এক অসহায় শিল্পী, বিরহের ছবি আঁকা।
অসীম প্রত্যাশা প্রাণে প্রাণে পলে পলে
মানুষ ভুলে গেছে ন্যায় নীতি দলে দলে
চির নরকের বীঁজ বুঁনে জাগ্রত হৃদয়-
অসাধুত্তের ফুল ফোটায় অস্থিমজ্জাময়।
অনলে খেলে, অনলে করে প্রহসন !
মহত্বের আশা শুধু দৈত্য দানবের মতন।
—————————————

মন্তব্য করুন