Skip to content

নৈতিকতা কভূ চুপ নাহি রয়,
প্রতিবাদ করে, সে যে প্রতিবাদ করে দিবা-অস্তদয় !
যদিও ঘাত প্রতিঘাত আসে প্রত্যহ জীবন-স্পন্দনে,
সে দুর্বার গর্জনে জেগে ওঠে মুক্তির সন্ধানে
দুর্জ্য় শক্তিতে বিজয় নিশান তুলে যুগের প্রাচীরে
রক্তে রক্তে লিখে যুদ্ধের কবিতা বক্ষ চিরে
সত্যের তরঙ্গে তরঙ্গে পারি দেয় বঙ্গোপসাগর,
আঁধার নিশীতে হয় নির্ভ্য় কান্ডারী দুরন্ত-দুর্বার।
লোভ মোহে হেলে পড়ে না দীপ্ত দ্বিপ্রহর,
অনৈতিক সুপ্তি ভেঙ্গে চির সত্যের বিশ্বাসে
নৈতিক পতাকা উড়িয়ে দেয় শ্বাস-প্রশ্বাসে।
বিশ্বের দৃষ্টপটে আসে শুভ দিন !
অসাধুদের কঙ্কাল পড়ে থাকে নর্দমা ড্রাসবিন।
নৈতিকতা যেখানে শক্তি রূপে বক্ষের পিঞ্জরে
সেখানে অনৈতিকার বিজয় দূরে- বহুদূরে—
এসো অনৈতিক দ্বার আঘাতে আঘাতে করি চুর
চৌদিকে ছড়িয়ে দেই সত্যের ধ্বনি অতি সুমধুর।
————————————————-

মন্তব্য করুন