Skip to content

অসময়ে — নজরুল ইসলাম খান

অসময়ে বৃষ্টিপাত,
ঝোড়ো হাওয়ার তীব্রাঘাত,
অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি,
ভুক্তভোগীর মাথায় হাত।

লেজের মধ্যে মাথা থুয়ে,
রিক্ত কুকুর আছে শুযে,
পশুপাখি বেঁচে আছে,
কোনমতে থুতনি নুয়ে।

বৃক্ষরাজি ভূপাতিত,
ঘরের চালা নিপতিত,
প্রকৃতির খোশ খেয়ালে ,
গরীব মানুষ নির্যাতিত ।

ধনীর আবার কিসের ভয়?
সবই তার হাতের মুঠোয় ।
টাকা দিয়ে নিমিষেই,
সকল ক্ষতি করবে জয়।

দিন আনে দিন খায়,
মানুষগুলোই ভয় পায় ,
বন্ধ হলে কাজ কর্ম ,
কেমন করে বাঁচবে হায়।

২৫/১০/২০২২
টুটপাড়া ., খুলনা

মন্তব্য করুন