Skip to content

অশোকস্তম্ভ — জামাল ভড়

একক পাথর খোদাই করে
তৈরি অশোকস্তম্ভ
সেই মূর্তি দেখে সবাই
বিস্ময়ে হতভম্ব ।
চারদিকে চার সিংহমাথা
বড় বড় চোখ
চক্ষু দেখে ভয়ে কাতর
দুষ্টু যত লোক ।
ধর্ম-অশোক তৈরি করেন
বংশ ছিল মৌর্য
এই মূর্তি প্রকাশ করে
আমার দেশের শৌর্য ।
এই চিহ্ন দেশের প্রতীক
জাতীয় সম্মান
সেই মূর্তির অদলবদল
দেশের অপমান ।
চোখগুলো সব ছোট করে
রক্তমাখা দাঁত
শিল্পকর্ম নষ্ট করায়
কুটিল নেতার হাত ।

মন্তব্য করুন