Skip to content

কতো বছর কেটে গেলো
এই পার্থিব জগতের দোলনায়,
কিন্তু আজ পর্যন্ত শোকে দুঃখী মনে
খেলা খেলছি বিধির রঙিন পার্কে ও মেলায়।

পার্থিব জীবনের অলক্ষে আঁকা ছবিগুলো
আজ নয়ন জলে দৃশ্যমান,
হৃদয় তপোবনে জর্জরিত হওয়া
প্রতিটি আঘাতে আহত প্রাণ।

কিন্তু এতো কিছু হওয়ার পর কেন জানি মনে হয়
আমি মৃদু ধাতুর তৈরি এক অলংকার,
তাইতো আমায় স্বর্ণ বলে পরেছে গলায়
তাইতো আজ বৃদ্ধ বয়সের মন রূপ রসে জাতিষ্কার।

তবু মানুষ আমাকে ঘিন্না করে
তাই বুঝি আমি মানুষ নয়,
ক্ষুধার্ত পেটের দায়ে এই সার্থক জনম
হয়েছে ব্যর্থ অন্তরে রেখে বিষাক্ত ভয়।

পুরুষের স্পর্শে যদি অশরনা জীবনে
জ্বলছে অগ্নি সূর্যের মতো,
তাহলে কি স্পর্শকারী অমল জলের
পদ্ম কুসুমের কলির মতো।

প্রশ্ন জাগে এই গহীন হৃদয় নামে
যন্ত্রণা ভরা অরণ্যে,
মানুষ মাত্রই ভুল, এই ভুল শুধরে নেবে
কোন মনিষী কোন দেবতার ধ্যানে?

আধুনিকতার ছোঁয়া পেয়ে
আলোকিত এই ভিন্ন বরণের যুগ,
তাই বুঝি কালো হয় সূর্যের তাপে
আদরে গড়া স্বর্ণীল মুখ।।

মন্তব্য করুন