Skip to content

অর্থাৎ

ধারণ করি, গর্ভগৃহে
আষ্টেপৃষ্ঠে – যত্ন করে, বেদনার অথৈ জোয়ার
পূণ্যফলে একরাশ ভাটার ফসলে
আমাতেই আরেক আমার I

আমিও ঐশ্বর্য কুড়োই
ঝিনুকের খোলে
একঝাঁক রত্ন পাবো বলে
জরি পার, মসলিন,একজোড়া ঘুঙুরের
আধো মৃদু বোল্…..
তা’ দিই ভরন্ত কালে
আগমনী হেঁটে যায়, সিঁথি চুঁইয়ে
নেমে আসে ওর মত অগনিত।

দিনগুলো মেপে রাখি
এর তার কাছে, কি জানি কি বাড়ে কমে
বেড়ে চলে ব্যবধান
কমে আসে মানুষের ঝোঁক।

মন্তব্য করুন