Skip to content

অরণ্য আকাশের তরে

এহেন নক্ষত্ররাজি প্রতিরাতে ডানা মেলে কি গগণে?
না, যেমন তোমার মতো মনুষ্য জন্ম পায়না সকলে
তোমার ভবঘুরে পথিকসত্ত্বা বিক্রয়যোগ্য নয় বলেই
রাস্তার ধারে ধারে বালিয়াড়ি তোমাকে বারংবার টানে

প্রত্নপ্রতীম, উল্লম্বভাবে আকাশের দিকে তাকাও,
দেখো, নক্ষত্ররাজি- তোমার প্রিয় বন্ধুসকল
সমান্তরালে তাকাও, দেখো চারিদিকে ছেয়ে আছে
তোমার ও আমার প্রিয় বন্ধু- পবিত্র অন্ধকার। 

অবস্থান ও গঠন-বিচারে,তোমার ও আমার আছে তফাৎ
তবে, আমাদের সফেন হৃদয় নিজেদেরই প্রতিবিম্ব স্বরূপ
ফ্ল্যাড লাইটের আলো যেদিন হেঁটে গেছে চৌরাস্তার মোড়ে
যেদিন শহরে কবিতা পাঠের আসর জমায় পরভৃৎসকল
হয়তো, সেদিন মোদের জন্ম হয়েছে একটি কলির উর্ণে।

একই সরণি ধরে হেঁটেছি দুজনে, গন্তব্য চির অচিন
হয়তো, দুজনেই শপেছি প্রেম মাল্য অযাচিত শর্বরী চরণে
ভগ্ন হৃদয় কাগজে মোড়ায়ে রেখেছি পুষে সযতনে
ব্যাকুল চিত্ত আগুনে পোড়ায়ে; ভস্ম হয়েছি বলেই
বেছে নিয়েছি যাযাবর জীবন।

জীবনে-যাপনে আলিঙ্গন করে অব্যক্ত সরলতা
পাতায়-পাতায় পসরা সাজায় স্বতঃস্ফূর্ত ভুল
হয়তো, আগের জন্মে আমরা দুজনে রোদের ভ্রাতা ছিলাম
তবুও, তোমার আমার বিপুল সাদৃশ্য এই-
আমরা কেউই প্রেয়সী-অনুরাগে অবগাহন করতে পারিনি।

মন্তব্য করুন