Skip to content

এই বাংলা, সোনার দেশ, সাম্যের কানন,
শেখ মুজিবের বজ্র কণ্ঠে কালজয়ী মুক্তির ভাষণ।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
এখানে সাম্যের কানন, এখানে জেলে মুজুর চাষী।
এখানে সেতু বন্ধনে গায় গান মধুস্বরে
এখানে আলবদর আলসামস রাজাকার দূরে- বহুদূরে !
এখানে সাম্যের সুধা রস হয় বরষণ
তবু কিছু ঘাতক তবু কিছু দেশদ্রোহী করে প্রহসন !
দোসরের আমোদে ষড়যন্ত্রের জাল বুঁনে নিরন্তর
ঘাতকের নিষ্ঠুর বুলেটে রক্তাক্ত করে সবুজ প্রান্তর।
মুছে দিতে চায় তোমার সেই অঙ্গুলি, বজ্র কন্ঠ, বজ্রনাথ
তা কি করে হয় ?
বাঙালি যে লিখেছে নাম লাল-সবুজ পতাকায়
তুমি স্বাধীন বাংলার অমর স্থপতি
লক্ষ শহীদের রাঙা তুলিতে আঁকা শেখ মুজিবর রহমান।
তোমার পরশেই জাতি পেয়েছে স্বাধীনতার হীরামণি,
তোমার রক্তেই সেজেছে দুঃখী এই বঙ্গ জননী।
যতদিন রবে পৃথিবীর ধূলি- কণা- বালি
ততদিন তুমি রবে এই বাংলার অমর দিপালী।
—————————————

মন্তব্য করুন